ফটিকছড়িতে শিক্ষকের ওপর ছাত্রের হামলা।
ফটিকছড়ির উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রবিউল হোসেন (৪৮)কে হামলা করে গুরুত্বর আহত করেছে ওই বিদ্যালয়ের কতিপয় ছাত্র।
৮ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উত্তর ধর্মপুর এলাকার লন্ডনীর ঘাটা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ওই শিক্ষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জানা যায়, শিক্ষক রবিউল হোসেনের মাথায় একাধিক জখমের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।
এ ব্যাপারে, হামলার শিকার রবিউল বলেন বিদ্যালয়ের কতিপয় ছাত্র রাতের আঁধারে আমার উপর হামলা করেছে । বিষয়টি স্কুল কমিটিকে জানানো হয়েছে। কমিটির সীদ্ধান্ত মতে আইনি পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply