জানা গেছে, সংগঠন আলাদা হলেও এক দাবিতে আন্দোলন করবেন শিক্ষকরা। এরই মধ্যে কয়েকটি শিক্ষক সংগঠন লাগাতার ধর্মঘট ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে রেখেছে। তবে একক দাবিতে শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনে যাওয়া এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে সংগঠনগুলোর অভ্যন্তরে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে জাতীয়করণের একক দাবিতে বাজেট ঘোষণার পর কর্মসূচি আসার সম্ভাবনা আছে।
শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য দূরীকরণ ও জাতীয়করণের জন্য বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে আগামী ৩ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণপ্রত্যাশী মহাজোট। সম্প্রতি তারা এই কর্মসূচি ঘোষণা করেন। জাতীয়করণের দাবি আদায়ে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন জোটের সদস্য সচিব মো. জসিম উদ্দিন আহমেদ।
Leave a Reply