ঐতিহ্যবাহী মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাবেক সফল সভাপতি, বিশিষ্ঠ সমাজ সেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব নাসির উদ্দীন চৌধুরীর স্মরনে খতমে কোরআন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব খতমে কুরআন বিদ্যালয়ের ১৫ জন ছাত্র এবং ১৫ ছাত্রীর অংশ গ্রহনে বিদ্যালয়ের সুযোগ্য প্রধান মৌলানা সালাউদ্দিন মেছবাহ এর পরিচালনায় ও অভিভাবক সদস্য জসিম উদ্দিন চৌধুরীর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্ব স্মরণ সভার আলোচনা অনুষ্ঠান বিদ্যালয়ের ময়েজ উদ্দিন হলে বিদ্যালয় পরিচালনা পরিষদের সুযোগ্য সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব ফয়েজ উল্লাহ্ শাহের সঞ্চালনায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র শোয়াইবুল ইসলাম এর সুমধুর কোরআন তেলওয়াতের মাধ্যমে মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনায় অংশ নেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, মরহুমের সুযোগ্য কন্যা মারওয়া মেহেরিন চৌধুরী, প্রধানশিক্ষক নেয়ামত উল্লাহ মীর, বিদ্যালয়ের সম্মানিত দাতা সদস্য জনাব গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য শেখ মোহাম্মদ ইউসুফ, নুরুল আলম মফিজ,আবুল কাসেম, এবং সাবেক দাতা সদস্য জনাব মনচুর উদ্দিন, অভিভাবক সদস্য কাজী আকতার হোসেন বাদল, শফিউল আলম, শিক্ষার্থীদের পক্ষ হতে সাবেক শিক্ষার্থী শেখ সাফওয়ান ইউসুফ ইশান, ও বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির অধ্যয়নরত ছাত্র /ছাত্রী।
মরহুমের সন্তান ইমতিয়াজ উদ্দিন চৌধুরী ওনার মরহুম পিতা ও পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান।
আখেরী মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক জনাব কামাল হোছাইন।
Leave a Reply