1. admin@hathazaribulletin.com : admin :
শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে শিক্ষকের ওপর ছাত্রের হামলা। শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মাঠে নামছে শিক্ষক সংগঠন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন মারা গেছেন। মাদার্শা বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের সাবেক সফল সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরীর স্মরণ সভা নির্বাচন কমিশনের একার পক্ষে এককভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন। চিত্রনায়ক শাকিব ও চিত্রনায়িকা বুবলীর সর্ম্পকের টানাপোড়ন মখা কক্সবাজার অতিক্রম করছে মখা নিয়ে দেশের জন‍্য সু সংবাদ সরকারি চাকরিজীবীরা এবারো পাচ্ছেন না পে-স্কল উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের উদ্দ্যেগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সরকারি চাকরিজীবীরা এবারো পাচ্ছেন না পে-স্কল

হাটহাজারী বুলেটিন ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৬ বার পঠিত

সাধারণত পাঁচ বছর পরপর নতুন পে-স্কেল ঘোষণা করে সরকার। সবশেষ ২০১৫ সালে নতুন পে-স্কেল পান সরকারি চাকরিজীবীরা। তারপর কেটে গেছে আট বছর।

করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নতুন পে-স্কেলের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু এবারও পে-স্কেল পাচ্ছেন না।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলমান মূল্যস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়াকে বিবেচনায় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের স্বস্তি দিতে নতুন পে-স্কেলের পরিবর্তে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে সরকারের।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী অর্থবছরের বাজেট চূড়ান্ত করার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে এ বিষয়ে প্রস্তাব উঠতে পারে বলেও জানা গেছে।

২০০৯ সালে সপ্তম পে-স্কেল কার্যকর করার পর ২০১৫ সালে প্রায় শতভাগ বেতন বাড়িয়ে নতুন পে-স্কেল কার্যকর করে সরকার। তারপর থেকে প্রতিবছর জুলাই মাসে ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন চাকরিজীবীরা। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে কর্মকর্তা-কর্মচারীদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে দাবি করে নতুন পে-স্কেলের দাবি তুলেছের তারা। তবে অর্থনীতিতে সংকটের কারণে আপাতত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল দেওয়ার পরিকল্পনা সরকারের নেই।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আসন্ন বাজেটে নতুন পে-স্কেলের আশা করছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন। সরকারি চাকরিজীবীরা পে-স্কেলের বদলে আগামী অর্থবছরে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘভাতা পেতে পারেন। চলমান মূল্যস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়াকে বিবেচনায় নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিশেষ এ ভাতার জন্য প্রস্তাব তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা