সরকারিকরণের দাবিতে আগামী ১১ জুন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। সরকারিকরণের দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করেছেন সংগঠনটির নেতারা।
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করে এ ঘোষণা দেন বিটিএ নেতারা। মহাসমাবেশে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণ, একইসঙ্গে ঈদের আগেই শিক্ষকদের বেতনের শতভাগ উৎসবভাতা, বাড়িভাড়া দেয়া ও পেনশন সুবিধা চালুর দাবি জানিয়েছে বিটিএ।
মহাসমাবেশে আসন্ন ঈদুল ফিতরের আগে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণ করে শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়া এবং ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হলে আগামী ১১ জুন থেকে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেন বিটিএর সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুহাম্মদ আবু বকর সিদ্দিক, রঞ্জিত কুমার সাহা, এসএম শাহাদাৎ হোসেন, দাস আশীয়, মাসুম হাসান, ফরিদুল আলম জাহাঙ্গীর, মীর আশরাফ হোসেন, সহ-সভাপতি আবুল কাশেম, আহসানুল হক মুকুল, আলী আসগর হাওলাদার, বেগম নূরুন্নাহার, গোলাম রব্বানী, আতিয়ার রহমান প্রামানিক, মো. ইকবাল হোসেনসহ অনেকে।
Leave a Reply