মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন পালন। শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আমন্ত্রিত অতিথি, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ এরপর মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নেয়ামত উল্লাহ মীর এর সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়েজ উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত অভিভাবক সদস্য জনাব জসীম উদ্দিন চৌধুরী , জনাব শেখ মোহাম্মদ ইউসুফ,জনাব আবুল কাসেম সহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিদ্যালয়ের সুযোগ্য অভিভাবক সদস্য, দক্ষ সংগঠক, রাজনীতিবিদ, সমাজ সেবক জনাব শেখ মোহাম্মদ ইউসুফ।
দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান মাওলানা জনাব সালাউদ্দিন মিছবাহ।
অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব নেয়ামত উল্যাহ মীর সমাপনি বক্তব্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply