চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩ ইং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস.এম.রাশেদুল আলমের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক জনাব ফয়েজ উল্লাহ শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব আব্দুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব শেখ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাদার্শার কৃতি সন্তান, প্রাক্তন উপ প্রধান বন সংরক্ষক জনাব ড. মোহাম্মদ শফিউল আলম চৌধুরী,
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজের সাবেক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রফেসর রোকেয়া বেগম,
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উত্তর মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জনাব শহিদুল আলম চৌধুরী
আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জনাব সমিহা সলিম শান্তু
অতিথিবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনায় পরিষদের সম্মানিত দাতা সদস্য জনাব গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য জনাব জসিম উদ্দিন চৌধুরী, জনাব শেখ মোহাম্মদ ইউসুফ, জনাব নুরুল আলম মফিজ,জনাব আবুল কাশেম এবং পলি রানী মুহুরী।
আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্যবৃন্দরা।
প্রধান অতিথি জনাব আবদুল করিম তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ আছে, সেই আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের মতো কোমলমতি শিক্ষার্থীদের। তোমরাই আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ ও উন্নত বাংলাদেশ।
প্রধান অতিথি আরো বলেন বাংলাদেশ দিন দিন উন্নতি হচ্ছে বাংলাদেশের মতো দেশে মেট্রোরেল উদ্বোধন হল। বিশ্বের অনেক বড় শহরে গণপরিবহণের অন্যতম জনপ্রিয় মাধ্যম হল মেট্রোরেল। ১৮৬৩ সালে লন্ডনে প্রথম দ্রুত ট্রানজিট সিস্টেম চালু করা হয়েছিল। ১৮৬৮ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র এনওয়াইতে তার প্রথম দ্রুত ট্রানজিট রেলব্যবস্থা চালু করে এবং ১৯০৪ সালে, নিউইয়র্ক সিটি সাবওয়ে প্রথমবারের জন্য খোলা হয়েছিল। এশিয়ান দেশগুলোর মধ্যে, জাপান হলো প্রথম দেশ যেটি ১৯২৭ সালে একটি পাতাল রেলব্যবস্থা তৈরি করে। ভারত ১৯৭২ সালে কলকাতায় তার মেট্রো সিস্টেম নির্মাণ শুরু করে। এর পরে, ভারত অন্যান্য শহরেও মেট্রো রেলব্যবস্থা তৈরি করে।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্যে রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম, মাদার্শার কৃতি সন্তান প্রাক্তন উপ প্রধান বন সংরক্ষক জনাব ড. মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজের সাবেক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রফেসর রোকেয়া বেগম, উত্তর মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জনাব শহিদুল আলম চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জনাব সমিহা সলিম শান্তু, বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য জনাব গোলাম মোস্তফা, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জনাব শেখ মোহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানের সভাপতি, জনাব এস এম রাশেদুল আলম তাঁর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
এর পর বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ অতিথিবৃন্দরা পুরষ্কার বিতরন করেন।
Leave a Reply